Saturday, July 12, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান।

তিনি জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী ৬০৩ নং মালবাহী ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে।

ট্রেনটি কিছুদূর যাওয়ার পর পৈরতলা রেলক্রসিংয়ের সামনে গিয়ে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবে। এই মুহূর্তে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে এবং সিলেটগামী উপবন এক্সপ্রেস নরসিংদী স্টেশনে অবস্থান করছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments