নিজস্ব প্রতিবেদক: প্রবীণ রাজনীতিবিদ,প্রখ্যাত আইনজীবী, সমাজসেবক ও একাধিকবারের সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি এডভোকেট আব্দুল গাফফারের মৃত্যুতে গভীর “শোক ও দুঃখ প্রকাশ” করেছেন সাবেক ছাত্রনেতা,সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি এম.ইলিয়াস আলীর সহোদর এম.আসকির আলী।
যুক্তরাজ্য থেকে এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।তিনি বলেন, আব্দুল গাফফার ভাইয়ের এই চলে যাওয়াতে মরহুমের পরিবার-পরিজনদের মতো আমরাও অত্যন্ত ব্যথিত ও শোকাহত।প্রিয় গাফফার ভাইয়ের এই প্রয়াণে সিলেটবাসী হারিয়েছেন একজন যোগ্য অবিভাবক। তিনি সিলেটের রাজনৈতিক সামাজিক এবং আইন অঙ্গনে একজন ডাকসাইটে নেতা এবং সৎ ও সাদা মনের মানুষ ছিলেন । বিভিন্ন রাজনৈতিক সংগ্রাম ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তিনি প্রার্থনা করেন আল্লাহ যেন তাঁর বান্ধার সকল দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদৌস নসীব করেন।
পাশাপাশি নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাপেইজ/এএসএম



