বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম বলেছেন, দীর্ঘ ১৮ বছর দেশের বাইরে থাকলেও মন সবসময় দেশের সঙ্গেই ছিল। একসময় কথা ছিলন নিখোঁজ এম ইলিয়াস আলী ভাইর সাথে বিশ্বনাথে আসবো কিন্তু ১৮ বছর পর আসছি তবে একা!
তিনি ইলিয়াস আলী লক্ষলক্ষ মানুষের ও বিএনপির প্রাণ ছিলেন, সারাদেশের মানুষ ইলিয়াস আলীকে প্রাণভরে ভালোবাসে। তার সাথে আমার পারিবারিক সর্ম্পক ছিল। আমার বাড়ী মাগুড়াতে হওয়ায় আমি তাঁকে দুলাভাই সম্বোধন করতাম। কথা ছিল ইলিয়াস আলীর সাথেই তার বাড়িতে আসবো।
বিশ্বনাথে আসছি ঠিকই কিন্তু ইলিয়াস ভাই ছাড়া। আজ ইলিয়াস আলীর মাকে দেখলাম। একজন মা দীর্ঘ ১৩ বছর ধরে ছেলে ফেরার অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, আশা করি ইলিয়াস আলী আমাদের মাঝে আবার ফিরবেন।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার রাজনগর গ্রামে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গোলজার খানের বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরআগে রামধানাস্থ নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর বাড়িতে তার মা সূর্যবান বিবিকে দেখতে যান তিনি। এসময় বেশ সময় তার সাথে একান্তে কথা বলেন।
আশিক ইসলামের সাথে ছিলেন, যুক্তরাষ্ট্রস্হ সাপ্তাহিক সাদাকালো পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, যুক্তরাজ্য বিএনপি নেতা শানুর মিয়া, ঢাকা বিএনপি নেতা আক্তার হোসেন।
এসময় বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, ইউপি চেয়ারম্যান এমাদ খান, আতিকুর রহমান লিটন, বিএনপি নেতা হেলাল মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাপেইজ/এএসএম



