লন্ডন অফিস: নিউ ভিশন হাউজিং ও তার সহযোগী প্রতিষ্ঠান AuToGo London, Metromony এবং Provision For Peace এর ৮ম বার্ষিক সম্মেলন নর্থ লন্ডনের আল মানার মসজিদের কনফারেন্স হলে গত রবিবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রতিষ্ঠানগুলোর ডাইরেক্টর, উপদেষ্টা ও শেয়ার হোল্ডার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।
সুয়েব আহমেদের উপস্থাপনায় অনুষ্টানের শুরুতে কুরআন তিলওয়াত করেন শায়খ আব্দুল কাইয়ুম। স্বাগত বক্তব্য রাখেন নিউ ভিশন হাউজিংয়ের ডাইক্টের সৈয়দ জোসেফ আলী । কোম্পানির প্রগেস এবং এচিভমেন্ট ভবিষৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন প্রভিশন পর পিসের ডাইরেক্টর শায়খ ইব্রাহিম খান। ওয়েডিং হল এবং কার কোম্পানি, বিয়ে-হজ্জ ও নিয়ে বক্তব্য রাখেন AuToGo এর ডাইরেক্টার মো: আমিনুর চৌধুরী।
কোম্পানির আয় এবং ব্যায় হিসাব পেশ করেন মো: সাব্বির আহমদ। সমাপনী বক্তব্য রাখেন নিউ ভিশন হাউজিংয়ের ডাইক্টের আব্দুল কাদির। অনুষ্টানের সার্বিক সহযোগীতায় ছিলেন এনবিসির ডাইরেক্টর শাহাবুদ্দীন খান, এডভাইজার মো: সারওয়ার আলম, শওকত খান, মোস্তাক আহমদ, রাশেদ খান।

বক্তারা তাদের বক্তব্যে হালাল ব্যবসার প্রতি অনুরাগ, আকর্ষন ও পরবর্তি প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রতি জোর দিয়ে বলেন – উপার্জন ও ঘরবাড়ি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সর্বত্রই হালাল পন্থা অবলম্বন করার নৈতিক দায়িত্ব আমাদের সকলের। এছাড়া এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি স্থান পেয়েছে তা হচ্ছে লন্ডনে আগামি কয়েক বছরের মধ্যে একটি বিয়ের হল প্রতিষ্টা করা।
ইতোমধ্যে “Metromony” প্রজেক্টের মাধ্যমে ২০০০ শেয়ার সংগ্রহের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজ শেষে নতুন সদস্যদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন সৈয়দ আক্তার হোসেন বাবু, ছাইফুল সিদ্দিক, সৈয়দ সুমিত, সাইফুল ইসলাম সিদ্দিক, মো: জাহিদুর রহমান চৌধুরী,মো: সইফুল মিয়া, ফজলুল হক, মো: নোমান আহমেদ। অনুষ্টানে এবং পরিচালনা করেন মাওলানা মাসুক আহমদ প্রমূখ।
বাংলাপেইজ/এএসএম


                                    
