Tuesday, November 4, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসিলেট-এর উন্নয়ন কাজে সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ ও দ্রুত কর্ম সম্পন্ন করার...

সিলেট-এর উন্নয়ন কাজে সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ ও দ্রুত কর্ম সম্পন্ন করার দাবি

লন্ডন অফিস: সিলেট-এর উন্নয়ন কাজে সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ ও দ্রুত কর্ম সম্পন্ন করার দাবিতে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ইস্ট রিজিওন-এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ‍্যায় জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন খলিল আহমদ কবীর। সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হ‍্যামলেট কাউন্সিলের সাবেক স্পীকার আবাব হোসেন, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কর্মাসের প্রেডেন্ট রফিক হায়দার, জিএসসির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী মীর্জা আসহাব বেগ, ভয়েস অব নিউহাম-এর চেয়ারপার্সন পারভেজ কোরেশী, ওয়েস্টহাম সিএলপির চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার জেইন মিয়া, জিএসসি সাউথ ইস্ট রিজিওন-এর সাবেক চেয়ারপার্সন মোঃ ইছহাব উদ্দীন।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন-সাউথ ইস্ট রিজিওন-এর ট্রেজারার মোঃ আবুল মিয়া, এসএক্স শাখার সেক্রেটারি শাহ সাইদুর রহমান, মিডিলসেক্স শাখার সেক্রেটারি মুজিবুর রহমান রাসেল, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম. সিলেট সদর ট্রাস্টের সেক্রেটারি আবুল কামাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন-স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও বৃহত্তর সিলেট এখনও উন্নয়নে বৈষম্য-এর শিকার। অথচ দেশের বৈদেশিক মুদ্রার বিশাল অংশের জোগান দেন প্রবাসী সিলেটিরা। সভা থেকে সিলেট আর্ন্তজাতিক বিমানবন্দরকে পুনাঙ্গ বিমানবন্দরে রূপ দান, ঢাকা-সিলেট নন স্টপ ট্রেন সার্ভিস চালু, ডবল লাইনে উন্নীত করণ, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার দাবি জানানো হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments