লন্ডন অফিস: যুক্তরাজ্যে সফরত সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে হোয়াইচ্যাপলের একটি হলে প্রবাসী ওসমানীনগর-বিশ্বনাথবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, ধর্মীয় নেতা ও তরুণ প্রজন্মের প্রতিনিধি অংশ নেন। সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব ব্যাগ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনিসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সিলেট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনতাসির আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির সালেহ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কাউন্সিলর সাদরুজ্জামান খান, যুক্তরাজ্য সভাপতি মাওলানা সাদিকুর রহমান, যুক্তরাজ্য জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিইএম ,ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হুসাইন,খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল কাদির ,হাফিজ শেখ মুস্তাক আহমেদ ,ডক্টর আহজাবুল হক, প্রবীণ সাংবাদিক জনাব রহমত আলী, মাওলানা দিলওয়ার হুসাইন ,মাওলানা লুৎফুর রহমানসহ প্রবাসের বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, মুহাম্মদ মুনতাসির আলী একজন সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক মানুষ, যিনি দীর্ঘদিন ধরে সমাজসেবায় নিবেদিতভাবে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে ওসমানীনগর ও বিশ্বনাথের উন্নয়ন ও তরুণ প্রজন্মের অগ্রগতি ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নিজ বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি jk, এবং তাদের দোয়া ও ভালোবাসাই তাঁর রাজনৈতিক অঙ্গীকারকে দৃঢ় করে। তিনি নিজ আসনের সম্ভাব্য প্রার্থীর নিয়ে কিভাবে ওসমানীনগর বিশ্বনাথের উন্নয়ন করবেন তার উপর বিতর্ক অনুষ্ঠান আয়োজন করার আহবান জানান। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।
বাংলাপেইজ/এএসএম



