নিজস্ব প্রতিবেদক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করতে রাজি আছেন বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমাদের আলোচনার বড় অংশ জুড়ে ছিল ইউক্রেন যুদ্ধ। আমরা অনেক ক্ষণ এই ইস্যুতে আলোচনা করেছি এবং যুদ্ধ অবসানের জন্য একসঙ্গে কাজ করার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছি।”
“আমি এবং শি’ এই মর্মে একমত হয়েছি যে রাশিয়া ও ইউক্রেন এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে, যার অবসান সহজে হওয়া সম্ভব নয়। শি’ আমাকে বলেছেন যে তিনি আমাদের সহযোগিতা করবেন এবং ইউক্রেন ইস্যুতে এক সঙ্গে কাজ করব। আমাদের পক্ষে এর বেশি আর কিছু করা সম্ভব নয়।”
ইউক্রেনে যুদ্ধ অবসানে রাশিয়ার আগ্রহ ও সদিচ্ছার অভাব রয়েছে— অভিযোগ তুলে রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোইলের ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ইউক্রেনে রাশিয়া তার ‘যুদ্ধমেশিন’ সচল রেখেছে বলেও বেশ কয়েকবার মন্তব্য করেছেন তিনি।
সূত্র : আরটি, সিনহুয়া
বাংলাপেইজ/এএসএম


                                    
