Tuesday, November 4, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদঅলিম্পিকের নির্বাচনে ৯২ জন কাউন্সিলর

অলিম্পিকের নির্বাচনে ৯২ জন কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। আগামী ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও এজিএম অনুষ্ঠিত হবে। আজ দুপুরে আসন্ন নির্বাচন সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ৯২ জনের নাম কাউন্সিলর হিসেবে গৃহীত হয়।

বিওএ সম্প্রতি দু’টি ইজিএম আয়োজন করেছে। ঐ ইজিএমের অধিকাংশই নির্বাচনে কাউন্সিলর হিসেবে থাকছেন। ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি, বাফুফের আরেক প্রতিনিধি ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি আব্দুস সালাম, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিনসহ আরো অনেকেই কাউন্সিলর হিসেবে অপরিবর্তিত রয়েছেন।

ফুটবল, ক্রিকেট ছাড়া বাকি সকল ফেডারেশনেই অ্যাডহক কমিটি। সামনে জাতীয় নির্বাচনের পর ফেডারেশনগুলো আরেক দফা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আবার জাতীয় ক্রীড়া পরিষদও ফেডারেশনগুলোর নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়েছে। আজকের সভায় অ্যাডহক কমিটির প্রতিনিধি নিয়ে নির্বাচন আয়োজনের বিষয়েও খানিকটা আলোচনা হয়েছে।

আজকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশন গঠন। কুর্মিটোলা গলফ ক্লাবে বিওএর নির্বাহী কমিটির সভায় বিকেএসপির সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালেহীন মনোয়ারকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য দুই সদস্য হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মিসেস তাহমিনা রহমান। বিওএর নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেছেন সহসভাপতি অঞ্জন চৌধুরী।

বিওএ সম্প্রতি গঠনতন্ত্র সংস্কার করেছে। সর্বশেষ বিশেষ সাধারণ সভায় সেটা অনুমোদনও হয়ে এখন সেটা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আনুষ্টানিক সম্মতির জন্য প্রেরণ করা হয়েছে। নতুন গঠনতন্ত্র আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় থাকলেও বিদ্যমান গঠনতন্ত্র আলোকেই আসন্ন নির্বাচন অনুষ্টিত হবে। ফলে নতুন গঠনতন্ত্রের কার্যকারিতা বাস্তবিকতা পাবে আরো ৪ বছর পর।

বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান যুব গেমসে বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দল ব্রোঞ্জ পদক পেয়েছে। দল দুটিকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্তও হয়েছে এ সভায়। বিওএ’র পুরস্কারের জন্য আর্থিক নীতিমালাই রয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments