Tuesday, November 4, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদড্যাফোডিল প্রিপারেটরি (ইসলামী) স্কুলে ওপেন ডে ২০২৫ অনুষ্ঠিত

ড্যাফোডিল প্রিপারেটরি (ইসলামী) স্কুলে ওপেন ডে ২০২৫ অনুষ্ঠিত

লন্ডন অফিস: গত ৩১ অক্টোবর দুপুরে আনূষ্টানিক ভাবে লন্ডনের কর্মাশিয়াল রোডে অবস্থিত ড্যাফোডিল প্রিপারেটরি(ইসলামী) স্কুলে ওপেন ডে ২০২৫ অনুষ্টিত হয়েছে।অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।শুরুতে মাওলানা আশরাফুল জোহরের সালাত পরিচালনা করেন।

এরপর উস্তাদ এরশাদ উল্লাহ-এর নেতৃত্বে শিক্ষার্থীরা দলগতভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করেন।স্কুলের পরিচালক আনিস জামান উদ্বোধনী বক্তব্যে স্কুলের ভিশন ও মিশন তুলে ধরেন।তিনি বলেন, ড্যাফোডিলের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে শিশুরা ইসলামিক মূল্যবোধের আলোয় শিক্ষা গ্রহণ করে আত্মবিশ্বাসী ও সৎ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

পরে শিক্ষার্থী মিফতা তার অনুভূতি প্রকাশ করে বলে, ড্যাফোডিলে পড়তে আমার ভালো লাগে, কারণ এখানে শেখা মানে ভালো মানুষ হওয়া। এরপর প্রদর্শিত হয় স্কুলের কার্যক্রমভিত্তিক একটি ৫ মিনিটের ডকুমেন্টারি, যেখানে ড্যাফোডিলের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক এবং স্কুলের অগ্রগতি তুলে ধরা হয়।শিক্ষার্থীরা পরিবেশন করে একটি মনোমুগ্ধকর নাশীদ, যা অনুষ্ঠানে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

স্কুলের Headteacher ও স্টেম বিভাগের প্রধান স্টিফেন মন্টফোর্ড ড্যাফোডিলের শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থী সাপোর্ট সিস্টেম এবং আধুনিক ফ্যাসিলিটিজ নিয়ে বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থী মোহাম্মদ ইসলামিক ও কুরআন স্টাডিজ সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে, এবং উস্তাদ এরশাদ উল্লাহ আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষে অতিথিরা স্কুলের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন আরবি, ন্যাশনাল কারিকুলাম ও স্টেম ডিসপ্লে, এবং লাইব্রেরিতে শিক্ষার্থীদের কাজ।শেষে উপস্থিতদের জন্য পরিবেশিত হয় হালকা আপ্যায়ন ও গিফট ব্যাগ বিতরণ।

ড্যাফোডিল প্রিপারেটরি স্কুলের ওপেন ডে-তে শিক্ষার পাশাপাশি ইসলামিক মূল্যবোধ ও চরিত্র গঠনের দিকগুলোকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, ড্যাফোডিল প্রিপারেটরি স্কুলে বর্তমানে Year 1 থেকে Year 6 পর্যন্ত ভর্তি চলছে,
এবং অভিভাবকদের আগ্রহের ভিত্তিতে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments