Thursday, January 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাবের বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন

বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাবের বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন

লন্ডন অফিস: আনন্দগন পরিবেশেষের মধ‍্যদিয়ে লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাবের বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ সফল ভাবে সম্পন্ন হয়েছে।

গত রবিবার দীনব‍্যাপী এ টুর্নামেন্ট শ্যাডওয়েলের মালবেরি স্পোর্টস অ্যান্ড লেজার সেন্টারে অনুষ্টিত হয়।টুর্নামেন্টে অংশগ্রহন করতে সকাল থেকে সদস‍্যরা হলে আসতে থাকেন। এই টুর্নামেন্ট খেলাধুলা ও কমিউনিটি সম্পৃক্ততায় ভরপুর ছিলো। মোট ৩২ জন ক্লাব সদস্য ১৬টি দল গঠন করে পুরো দিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রজ্জাকুল হায়দার খান ব্যাপি এবং গৌরব রায়। রানার-আপ হন মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং মোহাম্মদ গিয়াস উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি, মি. মুতালিব মিয়া অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং সদস্যদের ঐক্য ও সুস্থতা বৃদ্ধিতে এ ধরনের কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো টুর্নামেন্টজুড়ে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ও আনন্দঘন পরিবেশ, যা সদস্যদের ব্যস্ত পেশাগত জীবন থেকে একটুখানি আনন্দময় বিরতি দেয়। অংশগ্রহণকারী সকল দল, আয়োজক ও স্বেচ্ছাসেবী সকলে ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫–কে সাফল করতে সহযোগীতা করায় ধন্যবাদ জানান আয়োজকরা।

অনুষ্ঠানের শেষে ক্লাব সেক্রেটারি, মি. মোহাম্মদ এনাম খান বক্তব‍্য রাখেন। তিনি বলেন, হিসাবরক্ষকরা খুব পরিশ্রম করি এবং প্রায়ই প্রচণ্ড চাপের মধ্যে কাজ করতে হয়। এ ধরনের টুর্নামেন্ট আমাদের মানসিক চাপ দূর করতে সাহায্য করে এবং আমাদের কমিউনিটিকে আরও ভালোভাবে সেবা দেওয়ার মানসিক শক্তি জোগায়। দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাব সম্মানিত স্পনসর, অংশগ্রহণকারী, আয়োজক ও স্বেচ্ছাসেবী সকলকে ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫–কে সাফল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments