Thursday, January 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদজনগণ এবার অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়

জনগণ এবার অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া–বোয়ালখালী) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী এম. আহমদ রেজা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইসলামিক ফ্রন্টের আয়োজনে উপজেলার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এই তিন নিবন্ধিত দলকে নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বৃহত্তর সুন্নী জোট’ ঘোষণা করা হয়েছে। রাঙ্গুনিয়া আসনে জোটগতভাবে এখনো মনোনয়ন চূড়ান্ত হয়নি। এম. আহমদ রেজা জোটের মনোনয়ন প্রত্যাশার কথাও জানান।

মতবিনিময় সভায় এম. আহমদ রেজা বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গত দেড় দশকের জাতীয় নির্বাচনগুলো বিতর্কিত ছিল উল্লেখ করে তিনি বলেন, জনগণ এবার একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

টিআইবির রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, দেশে দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম ও জবাবদিহিতার সংকট বেড়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও মামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি– এমন মন্তব্য করে তিনি গণমাধ্যমের স্বাধীনতার দাবি জানান।

রাঙ্গুনিয়াকে সুফিবাদ জনপদ উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে এলাকা পিছিয়ে আছে। আগামী নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলে রাঙ্গুনিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি অধ্যাপক এ কে এম সাইফুদ্দীন মামুন, সহ–সাধারণ সম্পাদক জাফর আলম, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সহ–সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুর রহমান ও সদস্য মুহাম্মদ আলমগীর প্রমুখ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments