নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও ব্রিটিশ এম পি টিউলিপ সিদ্দিকেক বিচারের রায়ের বিরুদ্ধে তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে গত মঙ্গলবার দুপুরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবলীগের সিনিয়র সহ সভাপতি আফজল হোসেন ।
সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান ও যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান এর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান , যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ , যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, মানবাধিকার কমী হাজিরা। বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক দিলোয়ার হোসেন লিটন, ফয়জুর রহমান ফয়েজ , মোদাব্বির হোসেন চুন্নু , ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, মোহাম্মদ আলী আকবর প্রমুখ৷
বাংলাপেইজ/এএসএম



