Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Home Blog Page 857

ডিএমপির যুগ্ম কমিশনার হলেন বিপ্লব কুমার সরকার

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে।

তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার টুটুল চক্রবর্তী।

গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। এ বছরের ৩ জুন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া বিপ্লব কুমার সরকার ঢাকা রেঞ্জের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স হিসেবে দায়িত্ব পান।

এর আগে তিনি ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ছিলেন। জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে বিপ্লব কুমার সরকারের। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় রেকর্ড ২৮ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন বিপ্লব কুমার সরকার।

কাতারেই নিজের শেষ বিশ্বকাপ খেলবেন নেইমার!

কাতার বিশ্বকাপের আগে সেলেসা ভক্তরা পেলেন দুঃসংবাদ। বয়সের হিসেবে আরেকটি বিশ্বকাপ খেলার সুযোগ থাকলেও কাতারেই নিজের শেষ বিশ্বকাপ হিসেবে খেলবেন বলে জানিয়েছেন নেইমার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতৎকারে এই সুপারস্টার বলেন, ‘আমি এটা শেষ হিসেবেই খেলব। বাবার সঙ্গে কথা হয়, সবসময়ই বলি আমরা, প্রতিটি ম্যাচই এমনভাবে দেখি যে এটাই শেষ। কারণ, আগামীকাল কী হবে, আপনি জানেন না। আমি আপনাকে নিশ্চিত করতে পারব না আরেকটা বিশ্বকাপ খেলব অথবা আমি সত্যিই জানি না। এটিকেই শেষ বিশ্বকাপ হিসেবে খেলব। হয়তো আরেকটা বিশ্বকাপ খেলব অথবা না। এটা নির্ভর করে কোচও বদলাব। আমি জানি না কোচ আমাকে পছন্দ করবে কি না।’

অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও সেরাদের সেরা কাতারে নিজেকে নিতে পারেননি নেইমার। ইনজুরি, অফফর্ম বিভিন্ন ইস্যুতে পিছিয়ে ছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সেরাদের কাতারে না থাকতে পারলেও ফুটবলের ইতিহাসে নিজের নাম থাকবে বলে বিশ্বাস নেইমারের।

তারেক রহমানের নেতৃত্বে গঠন হবে জাতীয় সরকার : মির্জা ফখরুল

তারেক জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে। জাতীয় সরকার কেমন হবে তা আগামীতে সমাবেশের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দেবেন।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে নির্ধারিত সময়ের আগে বেলা ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়।

এ সময় ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এস এম কাইয়ুমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, মো. সেলিমুজ্জামান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

বলিউড বাদশাহ শাহরুখ খান আটক!

ফের বিপাকে বলিউডের বাদশাহ শাহরুখ খান। এবার ভারতের মুম্বাই বিমানবন্দরে শুল্ক দফতরের কর্মকর্তারা আটক করেন কিং খানকে।

দুবাই থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে শনিবার অভিনেতাকে আটক করে শুল্ক দফতরের কর্মকর্তারা। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি।

সূত্রের দাবি, তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। ছয় লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর তাকে ছাড়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ খান। তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। এজন্য তাকে আটক করেন শুল্ক দফতরের কর্মকর্তারা। এর পর ছয় লাখ ৮৩ হাজার টাকা জরিমানা নিযে শাহরুখকে চেড়ে দেওয়া হয়।

তবে শুল্ক দফতরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গেছে। নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন শাহরুখ। ছাড়া পাওয়ার পর অবশ্য কালবিলম্ব না করেই বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে যান তিনি।

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৮ জন।

শনিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরে ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৭ হাজার ৬৭০ জন। এ মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৬ জন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন ডেঙ্গুতে দেশে প্রথম মৃত্যু ঘটে। ২০২০ সালে করোনার মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা যায়নি। তবে ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছে ১০৫ জনের।

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৬ কেজি সোনা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন সাড়ে ৬ কেজিরও বেশি।

আজ শনিবার সকাল ৮ টা ২২ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাই্টটি দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামে।

পরে বিমানের ভিতর তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে এসব সোনার বার পাওয়া যায় বলে জানান এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার তাসনিম আহমেদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা মিলে বিমানে তল্লাশি চালায়। উদ্ধার করা সোনার বারের ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই বিমানবন্দর কর্মকর্তা।

রবিবার ইংল্যান্ড ও পাকিস্তানের ফাইনাল ম্যাচ

রবিবার মেলবোর্নে ইংল্যান্ড ও পাকিস্তানের ফাইনাল। দু’টি দলই ফাইনালে গেছে।

সেমিফাইনালে দাপুটে জয়ের ফলে ফাইনালে রোমাঞ্চকর এক লড়াই দেখার আশায় রয়েছে ক্রিকেট প্রেমিকরা।

তবে ফাইনালে এই দুই দলের বাইরে বাইরে চোখ রাঙাচ্ছে বৃষ্টি নামের আরেক প্রতিপক্ষ।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানায়, ১৩ নভেম্বর বিশ্বকাপের ফাইনালের দিন মেলবোর্নের বৃষ্টি সম্ভাবনা শতভাগের কাছাকাছি। ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ওই দিন।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। একবার ম্যাচ শুরু হয়ে গেলে প্রথম দিন যেখানে শেষ হয়েছে, রিজার্ভ ডেতে খেলা শুরু হবে সেখান থেকেই। টস হলেই ম্যাচ শুরু হয়েছে বলে ধরে নেয়া হবে।

ফ্লোরিডার ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড় নিকোলের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।

শুক্রবার থেকে দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘড়বাড়ির ধ্বংসস্তুপ সরিয়ে পুনর্নিমাণের কাজ শুরু হয়েছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।

এছাড়া দুর্যোগ কবলিতদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে রাজ্য প্রশাসন। এদিকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনে কাজ করছে ২২ হাজার লাইনম্যান। এরই মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে মিয়ামির পূর্বাঞ্চলে আছড়ে পড়ে ক্যাটাগরি ওয়ানের ঝড়টি।

‘২৪ ডিসেম্বর আ.লীগের নির্বাচনি ইশতেহার তুলে ধরা হবে’

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নির্বাচনি ইশতেহার তুলে ধরা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক।

শনিবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দেশের আর্থসামাজিক উন্নয়নে আওয়ামী লীগ কী ভূমিকা রাখবে তা তুলে ধরা হবে। একইসঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনে দলের ইশতেহারও তুলে ধরা হবে।

এ সময় জেলা পর্যায়ের নেতাকর্মীদের গঠনতন্ত্রও ঘোষণা করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের আরেকটি মাইলফলক: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক বিভাগের ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইলফলক।

শনিবার সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযোগ স্থাপনকারী আব্দুল্লাহপুর-আশুলিয়া ও বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট অনেকাংশে কমে আসবে।