Monday, December 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদসৌদির রিয়াল দেখিয়ে প্রতারণা : সিলেটে র্যা বের হাতে আটক দুই প্রতারক

সৌদির রিয়াল দেখিয়ে প্রতারণা : সিলেটে র্যা বের হাতে আটক দুই প্রতারক

স্টাফ রিপোর্ট:: সৌদি আরবের রিয়াল দেখিয়ে প্রতারণার ফাঁদ পাতে চক্রটি। সেই ফাঁদে পা দিয়ে সিলেটের সহজ-সরল লোকজন চক্রের সদস্যদের হাতে তুলে বড় অংকের টাকা। ওই চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার শহর থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ থানার পশ্চিমন ওখন্ডা গ্রামের মৃত ইউনূছ শেখের ছেলে নাসির শেখ (৪৮) ও একই থানার বামনডাঙ্গা গ্রামের মৃত ইব্রাহীম তালুকদারের ছেলে নজরুল তালুকদার (৩৭)। এর মধ্যে নাসির শেখ সিলেট নগরীর কাজলশায় বসবাস করে আসছেন। এ দুজনের বাড়ি গোপালগঞ্জে হলেও সিলেটজুড়ে বিস্তার করেছে তাদের প্রতারণার জাল।::
র‌্যাব জানায়, প্রতারক নাসির শেখ ও নজরুল তালুকদার প্রথমে সহজ-সরল কাউকে টার্গেট করেন। পরে ভিকটিমের কাছে গিয়ে বলেন, তাদের কাছে সৌদি আরবের ৫০ রিয়ালের একটি নোট আছে। তারা সেটি ভাঙাতে চান। কিন্তু কোথায় ভাঙানো যায় তা জানেন না বা বুঝতে পারছেন না। ভিকটিম তাদেরকে ৫শ টাকা দিলেই রিয়ালটি তারা দিয়ে দিবেন।
নাসির ও নজরুলের এমন কথায় রাজি হয়ে ভিকটিম ৫শ টাকা গিয়ে রিয়ালটি তাদের কাছ থেকে কিনে নেন। এ সময় প্রতারকরা ভিকটিমের মোবাইল ফোন নম্বরটি নিয়ে চলে যান। পরে রাতে তারা ভিকটিমের মুঠোফোনে কল দিয়ে জানান, তাদের কাছে আরও রিয়াল আছে। তারা সেগুলো কম মূল্যেই বিক্রি করে দিবেন। মাত্র ১ লাখ টাকায় তারা ভিকটিমকে বড় অংকের রিয়াল দিতে পারবেন।
ভিকটিম লোভে পড়ে এই ফাঁদে পা দেন এবং তাদের রিয়াল নিয়ে আসতে বলেন। প্রতারকদের কথামতো ভিকটিম তাদের সঙ্গে দেখা করলে তারা ভিকটিমের কাছ থেকে নগদ ১ লাখ টাকা নিয়ে ভিকটিমকে একটি শপিং ব্যাগ হাতে ধরিয়ে দ্রুত চলে যেতে পরামর্শ দেন। কৌশলে ব্যাগের উপরে তারা কিছু রিয়ালের নোট রেখে নিচে পত্রিকার বান্ডিল রেখে দেন। পরে বাসায় গিয়ে ভিকটিম তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন, কিন্তু তখন আর কিছু করার থাকে না।
নাসির ও নজরুলকে আটকের পর জিজ্ঞাসাবাদের মুখে র‌্যাবকে তারা জানায়, দীর্ঘদিন ধরে তারা এভাবেই সৌদি আরবের রিয়াল দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। আটকের পর তাদের মৌলভীবাজার সদর থানায় সৌপর্দ করা করে র‌্যাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments