নিজস্ব প্রতিবেদক :: আজ সোমবার (৩১ জানুয়ারি) ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রেকর্ড গড়ে টানা চতুর্থবারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির ঘরানার স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। তিনি চশমা প্রতীকে ৬২৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ মেম্বার নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬১১ ভোট।
এছাড়া, বিএনপি ঘরানার অপর দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া তালুকদার আনারস প্রতীকে পেয়েছেন ১৮১৭ ভোট, আবেদুর রহমান আছকির ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭৫৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৮৬ ভোট।