Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিককিয়েভ ছেড়ে যাননি ইউক্রেনের প্রেসিডেন্ট

কিয়েভ ছেড়ে যাননি ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত দুদিন ধরে হামলা-পাল্টা হামলা চলছে। বৃহস্পতিবার ভোরে রাশিয়ান সৈন্যরা দেশটিতে ঢুকে পড়ে হামলা চালায়।
তবে রাশিয়ার হামলার মধ্যেও রাজধানী কিয়েভ ছেড়ে যাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান দিলেন তিনি রাজধানীতেই আছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানী কিয়েভ থেকে ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন জেলেনস্কি। তাতে তিনি সঙ্গে থাকা কর্মকর্তাদের পরিচয় করিয়ে দিয়ে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার শপথের কথা জানান।

ভিডিওতে জেলেনস্কি বলেন, শুভ সন্ধ্যা। এখানে আমার সঙ্গে প্রধানমন্ত্রী, আমি ও আমার উপদেষ্টারা রয়েছেন। আমরা সবাই এখানে আছি। আমাদের সৈন্যরা রয়েছেন। সঙ্গে আমাদের নাগরিকরাও রয়েছেন। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব, দেশকে রক্ষা করব। সন্ধ্যার দিকে রাজধানী কিয়েভে বেশ কটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভ শহরের মেয়র ভিতালি ক্লিতশকো বিবিসিকে জানান, তিনি পাঁচটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কির মুখপাত্র জানিয়েছেন, অস্ত্রবিরতি দিয়ে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা শান্তি আলোচনার স্থান ও সময় নির্ধারণে কথা বলছেন। তবে রাশিয়া অবশ্য বলে রেখেছে, ইউক্রেনের সব সৈন্য আত্মসমর্পণ করলেই আলোচনা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments