রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে এবার ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে সামরিক জোট ন্যাটো বাহিনীর অংশ হিসেবে ফ্রান্স অস্ত্র পাঠাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ।
রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফর ডার লিয়েন এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে অস্ত্র পরিবহণের কাজ শুরু ঘোষণা দিয়েছেন বলে বিবিসির এক লাইভে বলা হয়েছে। ইউরোপের ২৭ দেশের এই জোট গঠনের পর এই প্রথম কোনো দেশে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।