Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিক‘ইউক্রেন আত্মসমর্পণ করবে না’

‘ইউক্রেন আত্মসমর্পণ করবে না’

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর তুরস্কে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা বেশ উত্তেজনাপূর্ণ হয়েছে এবং আলোচনায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনীয় মন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছি, ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি। কিন্তু এতে কোনো অগ্রগতি মেলেনি।’ ক্রেমলিনের কথা উল্লেখ করে কুলেবা বলেন, ‘মনে হচ্ছে রাশিয়ায় এই বিষয়টির জন্য অন্য সিদ্ধান্তগ্রহণকারী আছে।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তার অঙ্গীকারের পুনরাবৃত্তি করে বলেন, তার দেশ ছাড় দেবে না। ‘আমি আবারও বলতে চাই, ইউক্রেন আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ করছে না এবং আত্মসমর্পণ করবে না।’ আনতালিয়ার এই বৈঠককে ‘কঠিন’ হিসেবে বর্ণনা করেছেন কুলেবা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বিরুদ্ধে ইউক্রেন সম্পর্কে ‘প্রথাগত আখ্যান’ আলোচনার টেবিলে আনার অভিযোগ করেছেন তিনি।

কুলেবা বলেছেন, তিনি অবরুদ্ধ মারিউপোল শহরে একটি মানবিক করিডোর চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছে বৈঠক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু ‘দুর্ভাগ্যবশত মন্ত্রী লাভরভ এই চুক্তিতে পৌঁছানোর মতো অবস্থানে ছিলেন না।’

লাভরভ এই বিষয়টি ক্রেমলিনে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে তাকে জানিয়েছেনেউল্লেখ করে তিনি বলেন, যদি ফলপ্রসূ আলোচনা এবং সমাধান খোঁজার সম্ভাবনা থাকে, তাহলে তিনি আবারও একই ধরনের বৈঠকে বসার জন্য প্রস্তুতি নেবেন।

তবে তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমরা কূটনৈতিক তৎপরতার জন্য প্রস্তুত। আমরা কূটনৈতিক সিদ্ধান্ত চাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত সমাধান না আসে, ততক্ষণ আমরা নিষ্ঠার সাথে লড়ে যাব। আমাদের ভূমি, আমাদের জনগণকে রক্ষায় নিজেদের উৎসর্গ করব।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments