Monday, December 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশঢাকাঢাকায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ

ঢাকায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ


বাংলাপেইজ ডেস্ক:: ঢাকায় পৌঁছেছে ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ হামলার শিকার বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির নাবিক থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ। সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে নিহতের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (টিকে-৭২২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তুরস্কের স্থানীয় সময় আড়াইটার দিকে ইস্তাম্বুল থেকে ছেড়ে আসে টার্কিশ এয়ার লাইন্সের ফ্লাইটটি।
জানা গেছে, রোমানিয়া সময় রাত পৌনে ১০টায় বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটের মাধ্যমে নাবিক হাদিসুরের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। এর আগে গতকাল রোববার নিহত নাবিক হাদিসুরের মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় সেটি সম্ভব হয়নি। তার আগে গত দুদিন রোমানিয়ার বুখারেস্টে ফ্রিজারে রাখা ছিল হাদিসুরের মরদেহ। গত শনিবার ইউক্রেন থেকে মলডোভা হয়ে রোমানিয়া পৌঁছায় বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ারের নিথর দেহ।
গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করা এমভি বাংলার সমৃদ্ধি গোলা হামলার শিকার হয়। এতে জাহাজে আগুন ধরে নিহত হন হাদিসুর। গত ৩ মার্চ তার মরদেহ নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এ সময় বাকি ২৮ নাবিককেও ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদে বাংকারে নিয়ে যাওয়া হয়। তারপর তারা মলডোভা থেকে রোমানিয়া হয়ে দেশে ফেরেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments