বাংলাপেইজ ডেস্ক:: ১৪৩৮ হিজরির পবিত্র রমজান মাসের রহমতের দশকের সপ্তম দিন আজ। প্রতি ওয়াক্ত নামাজেই মুসলিম উম্মাহ সুরা ফাতেহা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট গোমরাহী ও পথভ্রষ্টতা থেকে মুক্তি লাভে প্রার্থনা করে।
পবিত্র রমজান মাস উপলক্ষে আজও গোমরাহী ও পথভ্রষ্টতা থেকে মুক্ত থেকে সঠিক পথ প্রাপ্তিতে রোজাদারদের জন্য একটি দোয়া তুলে ধরা হলো- উচ্চারণ : আল্লাহুম্মা আই’ন্নি ফিহি আ’লা সিয়ামিহি ওয়া ক্বিয়ামিহ; ওয়া ঝাননিবনি ফিহি মিন হাফাওয়াতিহি ওয়া আছামিহ; ওয়ারযুক্বনি ফিহি জিকরাকা বিদাওয়ামিহি; বিতাওফিক্বিকা ইয়া হাদিয়াল মুদাললিন।
অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে রোজা পালন ও নামাজ প্রতিষ্ঠায় সাহায্য করুন। আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে হেফাজত করুন। আপনার তাওফিক ও শক্তিতে সবসময় আমাকে আপনার স্মরণে থাকার সুযোগ দিন। গোমরাহী ও পথভ্রষ্টতায় লিপ্ত হওয়া থেকে মুক্তিদান করুন হে সঠিকপথ প্রদর্শনকারী।
পরিশেষে.. আল্লাহ তাআলা রমজানে মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।