Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশবাংলাদেশ বিশ্বের অনেক দেশের উদাহরণ: রাইজার

বাংলাদেশ বিশ্বের অনেক দেশের উদাহরণ: রাইজার

বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেন দ্রুত দারিদ্র্য হ্রাস এবং টেকসই প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ বিশ্বের অনেক দেশের উদাহরণ। সোমবার (১৪ নভেম্বর) এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইউক্রেনের যুদ্ধ, কোভিড মহামারির প্রভাব এবং জলবায়ু সংকটসহ তিন সংকটে পড়েছে পুরো বিশ্ব। বিশ্ব অর্থনীতির জন্য এগুলো ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রতিটি দেশই মোকাবিলা করার জন্য লড়াই করছে এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

রাইজার বলেন, সামষ্টিক রাজস্ব আহরণ ও আর্থিক খাতের সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন খাতে বিনিয়োগ অব্যাহত রাখার মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারে। আমরা এই চ্যালেঞ্জিং সময়ে এই প্রচেষ্টাগুলোতে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সবুজ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশকে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রার অংশ নিতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। বাংলাদেশ বিশ্বের অন্যান্য অনেক দেশের উদাহরণ, বিশেষ করে দ্রুত দারিদ্র্য হ্রাস এবং টেকসই প্রবৃদ্ধির।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments