Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখালেন রেফারি

ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখালেন রেফারি

ফুটবল ম্যাচে লাল ও হলুদ কার্ডের ব্যবহার আমরা সচারাচর দেখে থাকি।

তবে এবার বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হলো সাদা কার্ড। অবিশ্বাস্য শোনালেও ঘটনাটি সত্যি। এমন ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে পর্তুগালে।

স্পোর্টিং লিসবন ও বেনফিকার নারীর দলের মধ্যকার একটি ম্যাচে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, ফুটবল খেলাকে আকর্ষণীয় করে তুলতে, আরও বেশি রোমাঞ্চের করতেই পর্তুগালে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। যার অন্যতম একটি হলো এই সাদা কার্ড।

উল্লেখ্য যে, ফেয়ার প্লে-কে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ। বলা যায় পরিষ্কার পরিচ্ছন্ন ফুটবল খেলাকে উৎসাহ জোগাতেই এমন চিন্তাভাবনা। আর সেই জিনিসকে এগিয়ে নিয়ে যেতেই প্রথম ব্যবহার করা হলো সাদা কার্ড।

পর্তুগালের উইমেন্স কাপে স্পোর্টিং লিসবন ও বেনফিকার ম্যাচ বিরতির কিছুক্ষণ আগে ডাগআউটে একজন অসুস্থ হয়ে পড়েন। তখন দুই দলের মেডিকেল স্টাফেরা তার চিকিৎসায় তৎক্ষণাৎ লেগে পড়েন। তখন তাদের উদ্দেশেই ওই সাদা কার্ড দেখান রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments