Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়এবারের হজ প্যাকেজের মূল্য নির্ধারণ

এবারের হজ প্যাকেজের মূল্য নির্ধারণ

এবারের হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় এবার হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারিত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ প্যাকেজ নিয়ে ব্রিফিং করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বিমান ভাড়া এবং রিয়েলের দর বৃদ্ধির কারণে আগের চেয়ে এবারের হজ প্যাকেজের মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।

সেখানে বলা হয়, বেসরকারি হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৯০৭ টাকা। তবে এই মূল্য কমতেও পারে, আবার বাড়তেও পারে বলে জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার কোটা অনুযায়ী হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

এদিকে হজযাত্রীদের বিমান ভাড়া নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা উচিত ছিল বলে মন্তব্য করেছে হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

তাদের মতে, হজযাত্রীদের বিমান ভাড়া সঠিক নির্ধারিত হয়নি।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments