Sunday, May 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedইভিএম মেরামতে লাগবে সাড়ে ১২শ’ কোটি টাকা

ইভিএম মেরামতে লাগবে সাড়ে ১২শ’ কোটি টাকা

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামতে সাড়ে ১২শ’ কোটি টাকা লাগবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। মেরামত করা হলে এসব ইভিএম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা যাবে।

সোমবার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

তিনি বলেন, ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতে প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) ১ হাজার ২৬০ কোটি টাকা চেয়েছে। কমিশন বৈঠকে আমরা অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি দেয়ার জন্য বলেছি। সেটা পাওয়া যাবে কি না, নিশ্চিত করার আমরা একটা চিঠি দিতে বলেছি। সেটা রেডি হয়েছে। মঙ্গলবার পাঠানো হতে পারে।

নুরুল হুদার নেতৃত্বাধীন সাবেক কমিশনের রেখে যাওয়া দেড় লাখ ইভিএম মেশিনের নষ্ট হওয়া ১ লাখ ১০ হাজার মেরামত করতে হবে। বাকি ৪০ হাজার মেশিন ব্যবহার যোগ্য নয় বলেও জানান এই কমিশনার।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments