Monday, April 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeপ্রবাসপবিত্র ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্য প্রাচ্যসহ ইউরোপের সবকটি দেশে ঈদুল ফিতর উদযাপিত

পবিত্র ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্য প্রাচ্যসহ ইউরোপের সবকটি দেশে ঈদুল ফিতর উদযাপিত

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ভেনিস প্রতিনিধি: শুক্রবার সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে ইতালিতে পালিত হলো ঈদুল ফিতর।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার ঈদ উৎসবে মেতে ওঠে ইতালির মুসলিম কমিউনিটির ব্যক্তিবর্গ। সকাল থেকে ইতালির হাজারও  মসজিদ এবং শত শত খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইতালিতে প্রায় ২৩ লক্ষাধিক মুসলিম বসবাস করেন, যার মধ্যে প্রায় দুই লাখ দশ হাজার বাংলাদেশি।

সুন্দর আবহাওয়া ও পরিবেশে ভেনিসের বিভিন্ন মসজিদে প্রায় ২০ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে শরিক হতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

ইতালির রোম, মিলান, ভেনিস, আনকোনা, তুরিন, পাদোভা, ন্যাপল, ছিছিলিয়া, পালেরমো, বলোনিয়া,ফ্লোরেন্সে ও মন ফালকনে শহরে বড় বড় ঈদের জামায়েত অনুষ্ঠিত হয়। সুন্দর অনুকুল পরিবেশে প্রতিটি জামায়াতে ছিল উপচেপড়া মুসল্লির ভিড়।

রাজধানী রোম ভেনিস, তুরিন ও ন্যাপলসসহ অনেক বড় বড় শহরে শত শত খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনেক স্থানে মসজিদে অতিরিক্ত মুসল্লির জন্য  মসজিদে মসজিদে ৪/৫ টি করে জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করে দোয়া করা হয়।

প্রবাসে শত ব্যবস্থতার মাঝেও ঈদ উৎসবে অংশ গ্রহণ করতে পেরে মুসুল্লিরা শুকরিয়া প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments