Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহনে লন্ডন ম্যারাথন অনুষ্টিত

বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহনে লন্ডন ম্যারাথন অনুষ্টিত

খালেদ মাসুদ রনি:
বিপুল উৎসাহ উদ্বিপনার মধ্যে দিয়ে স্বনাম খ্যাত দৌড়বিদদের অংশ গ্রহনে রবিবার (২৩ এপ্রিল ২০২৩) অনুষ্টিত হয়েছে ৪৩ তম লন্ডন ম্যারাথন । এবার বিশ্বের বড় আসর গুলোর মধ্যে অন্যতম লন্ডন ম্যারাথনে ৪৯,৬৭৫ জন দৌড়বিদ রেজিষ্ট্রেশন করেন। ২৬ দশমিক ২ মাইলের ম্যারাথনে শেষে পযন্ত অংশগ্রহন করেন ৪৮ হাজারের উপরে দৌড়বিদ । লন্ডন ম্যারাথন প্রতিবছর এপ্রিল মাসে অনুষ্টিত হলেও করোনার কারণে পরিবর্তন হয়ে অক্টোবরের অনুষ্টিত হয়, তবে এবছর ম্যারাথন তার স্বাভাবিক এপ্রিলেই ফিরে এসেছে । যদিও বৃষ্টি থাকায় ম্যারাথনে দৌড়বিদদের কিছুটা কষ্ট হয়েছে ।যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রীনইউচ পার্ক থেকে দৌড় শুরু করে ২৬.২ মাইল দৌড়ে বাকিংহাম প্যালেসের সামনে গিয়ে শেষ হয়। ম্যারাথনে অংশ গ্রহনকারীদের মধ্যে কোমল পানি, চকলেট, খাবার বিতরণের পাশাপাশি বিভিন্ন ভাবে দৌড়বিদদের মনোরঞ্জন দিতে দেখাযায়। এছাড়াও দৌড়বিদদের বিভিন্ন ধরণের পোশাক মানুষের নজর কাড়ে। বৈরি অবহাওয়া উপেক্ষা করে ম্যারাথনে উৎসাহ দিতে স্থানীয়দের পাশাপাশি হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এবং ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে দেখাগেছে। রবিবার ম্যারাথন এলাকা মানুষের উপস্থিতিতে উৎসবমূখর হয়ে উঠে। ম্যারাথন সফল করতে বিশ্বের বিভিন্ন দেশের চ্যারিটি সংগঠনের প্রতিনিধিরা কাজ করেন এবং প্রচুর অর্থ সংগ্রহ করেন।১৯৮১ সালে অ্যাথলিক ক্রিস ব্রাশার ও জন ডিসলিধারা ম্যারাথন শুরু হলেও আজ পর্যন্ত চলমান রয়েছে,সময় যত গড়াচ্ছে ম্যারাথন জনপ্রিয় হয়ে উঠছে। দীর্ঘ ২৬ দশমিক ২ মাইল পাড়ি দিয়ে কাংখিত শিরোপা অর্জন করেন কেনিয়ার অ্যাথলিট কেলভিন কিপটাম, তিনি ২ ঘন্টা ১ মিনিট ২৫ সেকেন্টে ফিনিস লাইন অতিক্রম করেন। মহিলাদের দৌড়ে বিজয়ী হন ইথিপিয়ান বংশোদ্ভোত সিফান হাসান,তিনি ২ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্টে ফিনিস লাইন অতিক্রম করেন। এবারের ম্যারাথনে চারজন ব্রিটিশ রানার র্শীর্ষ দশে নাম লিখিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments