প্রথমার্ধ শেষ করেছিল পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দারুণভাবে ম্যাচে ফিরেছে চেলসি। শেষের চমকে তুলে নিয়েছে বড় জয়ও। ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়েছে দ্য ব্লুজরা। এই জয়ে পয়েন্ট টেবিলেও এক ধাপ অগ্রগতি হয়েছে চেলসির। ২৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১০ম স্থানে আছে মরিনিও পচেত্তিনোর শিষ্যরা।
গতকাল সোমবার রাতে অ্যাওয়ে খেলতে নেমে শুরুতে পিছিয়ে পড়েছিল চেলসি। ম্যাচের ৩০তম মিনিটে গোল হজম করে তারা। এরপর আর প্রথমার্ধে আর সেই গোল শোধ করতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৭তম মিনিটে গোল করে চেলসিকে সমতা এনে দেন কনর গালাগার। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। বাকি দু্টি গোল ব্লুজরা করে অতিরিক্ত সময়ে। যোগ করা সময়ের প্রথম মিনিটে গালাগারের দ্বিতীয় গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। ক্রিস্টাল প্যালেসের কফিনে সর্বশেষ পেরেকটি ঠুতে দেন এনজো ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে (৯০+৪) গোল করেন তিনি। এতে ব্যবধান দাঁড়ায় ৩-১।
আইকে/ বাংলাপেইজ