পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের অস্ত্র কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হাতে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড় এলাকায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, কেএনএফকে নির্মূলে সরকার বদ্ধপরিকর। তাদের সাথে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে বলে জানতে পেরেছি। কেএনএফের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও জানান, সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ ও নাবিকসহ অপহৃতদের উদ্ধারে আলোচনার পাশাপাশি নানামুখী চাপ তৈরি করা হচ্ছে।
আইকে/বাংলাপেইজ