Monday, April 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশচট্টগ্রামচট্টগ্রামে নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে দায়ের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

আজ সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবীরের আদালত শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

এর আগে ২০২২ সালের জুন মাসে আদালতে মামলা দায়ের করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল আইনজীবী শাহরিয়ার তানিম।

সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন গ্রেপ্তারি পরোয়ানা জারির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২২ সালের ১ জুন আসামি নুর ছাত্র যুব অধিকার পরিষদের নামে সমাবেশ ডেকে বাংলাদেশ ছাত্রলীগ, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে বিভিন্ন ধরনের কটূক্তি করেন। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেন। যে ভিডিওতে শিক্ষামন্ত্রীকে ‘গুন্ডাবাহিনী’ বলে সম্বোধন করা হয়েছে। এ ঘটনায় ২০২২ সালের ১৪ জুন মামলা দায়ের করা হলে ২৮ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন আদালতে দাখিল করেন।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments