Sunday, May 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিফের স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে বাড়লো ২ হাজার টাকা

ফের স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে বাড়লো ২ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বমূখী গতি থামছেই না। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ৬৫ টাকা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় দাঁড়িয়েছে। দেশের বাজারে এখন পর্যন্ত এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম। এর আগে সবশেষ দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নতুন মূল্য নির্ধারণের কথা জানায়।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণের কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। নতুন এই দর আজ সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা এবং ১৮ ক্যারেটের ৯৭ হাজার ৮৮৪ টাকা।

এদিকে, ভালো মানের স্বর্ণের দাম বৃদ্ধি পেলেও কমেছে সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য। সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম হবে ৭৮ হাজার ৮০২ টাকা, যা এতদিন ছিল ৮০ হাজার ১৯০ টাকা।

রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments