Tuesday, November 4, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedটাওয়ার হ্যামলেটস কমিউনিটি টেবিল টেনিস কাপ অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি টেবিল টেনিস কাপ অনুষ্ঠিত

লন্ডন অফিস: প্রথনবারের মতো লন্ডন স্পোর্টিফ ও অ্যাপেক্সেরে যৌথ উদ্যোগে টাওয়ার হ্যামলেটস কমিউনিটি টেবিল টেনিস কাপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই অক্টোবর উৎসবমূখর পরিবেশে দিনব‍্যাপী খেলা অনুষ্টিত হয় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে।

উত্তেজনাপূর্ণ কমিউনিটি টুর্নামেন্টে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন এলাকা এবং আশপাশ থেকে খেলোয়াররা অংশগ্রহণ করেন । তরুণ ও প্রাপ্তবয়স্ক উভয় বয়সের নারী-পুরুষ খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে।টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন টিমোথি তিয়ান এন থাই। রানার্স আপ হন পেরি ফাং। কনসোলেশন ইভেন্ট বিজয়ী মিলান সৌজানি।

লন্ডন স্পোর্টিফের ম্যানেজার মুহি মিকদাদ ও অ্যাপেক্সের কোচ জশ সকল খেলোয়ার-বিজয়ীদের অভিনন্দন জানান তাদের প্রচেষ্টা, উদ্যম ও কমিউনিটির প্রতি নিষ্ঠার জন্য।

অ্যাপেক্স বর্তমানে সপ্তাহে তিন দিন নিয়মিত টেবিল টেনিস সেশন পরিচালনা করে, যা তরুণ ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য উন্মুক্ত খেলাটিকে ছড়িয়ে দিতে এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে।রবিবারের টুর্নামেন্টটি দারুণ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে, যা স্থানীয় মানুষকে একত্র করেছে এবং কমিউনিটি স্পোর্টসের ইতিবাচক প্রভাব তুলে ধরেছে।

লন্ডন স্পোর্টিফের ম্যানেজার মুহি মিকদাদ বলেন আমাদের কমিউনিটিতে টেবিল টেনিস প্রচারের এটি এক অসাধারণ সুযোগ। আজ আমরা বিভিন্ন বয়সের খেলোয়াড়দের মধ্যে অসাধারণ উৎসাহ ও খেলাধুলার মানসিকতা দেখেছি। আমাদের লক্ষ্য হলো একটি শক্তিশালী কমিউনিটি ক্লাব নেটওয়ার্ক গঠন করা।

অ্যাপেক্সের কোচ জশ বলেন সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ, এবং আমরা আশা করি ভবিষ্যতে আরও বেশি মানুষ এই খেলায় যুক্ত হবে।”

বাংলাপেইজ/এএসএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments