Thursday, January 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদলন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন সদস্যদের জমজমাট পরিচিতি সভা ও মিডিয়া অ্যাওয়ার্ডস...

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন সদস্যদের জমজমাট পরিচিতি সভা ও মিডিয়া অ্যাওয়ার্ডস লঞ্চিং

লন্ডন অফিস: লন্ডন বাংলা প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন সদস্যদের নিয়ে এক জমজমাট পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি রোববার প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় নতুন ও পুরনো অর্ধ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

নতুন সদস্যরা এই বছর ক্লাবের সদস্য হতে পেরে আনন্দ প্রকাশ করে বলেন- আমরা বাংলাদেশের বাইরে মিডিয়াকর্মীদের সবচেয়ে বড় একটি সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে উচ্ছ্বসিত । এটি আমাদের জন্য গর্বের ।

লন্ডন বাংলা প্রেস ক্লাব আগামীতে সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করবে বলে তাঁরা আশাবাদ ব্যাক্ত করেন। পরিচিতি সভাটি নতুনদের জন্য হলেও এতে পুরনো সদস্যরাও অংশগ্রহণ করেন। এটি নতুন-পুরাতন সদস্যদের মিলনমেলায় পরিনত হয়।

প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী ও ট্রেজারার সালেহ আহমদ। সভায় উপস্থিত নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন । শুরুতে নতুন সদস্যরা তাদের নিজ নিজ পরিচিতি তুলে ধরেন। পারস্পারিক সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রেখে ক্লাবে সক্রিয়া ভুমিকা রাখতে সকল সদস্যদের প্রতি আহবান জানান ক্লাব নেতৃবৃন্দ।

নতুন সদস্যের পরিচিতি পর্ব শেষে এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস লঞ্চিং অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন মেরী ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর খ্যাতনামা বিজ্ঞানী হাসান শহীদ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী । তারা দুজনেই ছয় সদস্য বিশিষ্ট জাজিং প‍্যানেলের সদস্য। সভায় অ্যাওয়ার্ডের জন্য আবেদনের নিয়মিতনীতি পুরোপুরি তুলে ধরা হয় । তাছাড়া, আগামী ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments