ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভে রুশ হামলার শিকার সেই সেনা ব্যারাক থেকে অন্তত ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে শনিবার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান চলছিল বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
ম্যাক্সিম নামে ২২ বছর বয়সী এক ইউক্রেনীয় সেনা এএফপিকে বলেন, ওই ব্যারাকে অন্তত দুইশ সেনা হামলার সময় ঘুমিয়ে ছিলেন। তিনি আরও বলেন, এ পর্যন্ত কমপক্ষে ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলেও জানান তিনি।
রুশ বাহিনীর হামলায় একশ জনের মতো নিহত হয়েছেন বলে আরেক সেনা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা জানায়নি। স্থানীয় সময় শুক্রবার সকালে বেশ কয়েকটি রকেটের আঘাতে শহরের উত্তরে অবস্থিত সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিটালি কিম শনিবার একটি ভিডিওতে বলেন, গতকাল রুশ বাহিনী ঘুমন্ত সৈন্যদের ওপর কাপুরুষোচিতভাবে রকেট হামলা চালায়। উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।