গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইংল্যান্ড কিংবদন্তি গ্রাহাম থর্প। এমনটি নিশ্চিত করেছে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ)।
ইংল্যান্ডের হয়ে ১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত ১০০টি টেস্ট খেলা থর্প ৪৪.৬৬ গড়ে ১৬টি সেঞ্চুরি করেছেন। সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট দলের হেড কোচ হিসেবে তার নাম ঘোষণা করা হয়। যেখানে প্রায় এক দশক ধরে তিনি ইংলিশদের কোচিং স্টাফে কাজ করেছেন। যা গত শীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে ৪-০ ব্যবধানের হারের পর শেষ হয়।
থর্পের অসুস্থতা প্রসঙ্গে পিসিএ এক বিবৃতিতে জানায়, সম্প্রতি গ্রাহাম থর্প গুরুতর অসুস্থ হন ও বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার পরবর্তী অবস্থা সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না।