সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্বের ম্যাচে প্রত্নতত্ত্ব বিভাগ ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করেছে অর্থনীতি বিভাগকে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচটি পর্যবেক্ষণ করে দেখা যায়, দুই অর্ধ মিলিয়ে ৫০ মিনিট খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে প্রথম ৫টি শটের দুটি করে জালে জড়িয়েছে উভয় দল। পরবর্তীতে তিন শটের মধ্যে প্রথম দুটি শটে গোল দিতে উভয় দল ব্যর্থ হলেও তৃতীয় শটে প্রত্নতত্ত্ব বিভাগ দল গোল দিতে সফল হয়। এতে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত হয় প্রত্নতত্ত্ব বিভাগের।
উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।