পেরুতে বাস খাদে পড়ে ২ শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ৩৪ জন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে দেশটির দক্ষিণ-পূর্বের একটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, হুয়ানকাভেলিকা অঞ্চলে ভোরের আগেই দুর্ঘটনাটি ঘটে। বাসটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বিধ্বস্ত বাসটি নদীর পাশে পড়ে আছে। সেখানে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে।
উল্লেখ্য, এই ধরনের বাস দুর্ঘটনা পেরুতে একটি নিয়মিত ঘটনা। গত মাসে একই এলাকায় একটি দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হন।