Tuesday, September 10, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলার‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার দুই ধাপ পেছনে ব্রাজিল

র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার দুই ধাপ পেছনে ব্রাজিল

কাতারে ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে ছিল আর্জেন্টিনা। বিশ্ব জয়ের পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল লিওনেল মেসিরা। এবার র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল লে আলবিসেলেস্তেরা, যেখানে দুইধাপ পিছনে আছে লাতিন আমেরিকায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ফিফা সদস্য দেশগুলোর হালনাগাদকৃত নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। তালিকার শীর্ষ সাতটি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের দুই ম্যাচ জয় পাওয়ায় র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত হয় আর্জেন্টিনার। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স।

র‍্যাঙ্কিংয়ে ১৮৫১.৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। গত জুলাইতে সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট ছিল ১৮৪৩.৭৩।

তাদের চেয়ে ৮.৬৫ পয়েন্ট পিছিয়ে মেসিদের ঠিক পেছনেই রয়েছে ফ্রান্স।আগের র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ০.১৯। ফ্রান্সের নামের পাশে রয়েছে ১৮৪০.৭৬ পয়েন্ট।

তিনে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৯.৩৪ বেড়ে তাদের পয়েন্ট এখন ১৮৩৭.৬১।

র‍্যাঙ্কিংয়ে চতুর্থ থেকে সপ্তম স্থান যথারীতি রয়েছে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস। এক ধাপ এগিয়ে আটে উঠে এসেছে পর্তুগাল। তাদের জায়গা দিতে গিয়ে নয়ে নেমে গেছে ইতালি। দশম স্থান রয়েছে স্পেনের দখলে।

আফ্রিকার দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মরক্কো। এক ধাপ এগিয়ে তারা উঠেছে ১৩ নম্বরে। জার্মানি রয়েছে ১৫তম স্থানে। ১৭ নম্বরে অবস্থান করছে উরুগুয়ে। এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান। এক ধাপ এগিয়ে তারা দখল করেছে ১৯তম স্থান।

ফিফার পরবর্তী বিশ্ব র‌্যাঙ্কিং ২৬ অক্টোবর প্রকাশিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments