Tuesday, September 17, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাপাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নানা নাটকীয়তার পর অবশেষে ঘোষণা করা হল পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড। এশিয়া কাপের দলটাই কিছু পরিবর্তন করে বিশ্বকাপের জন্য সাজিয়েছে পাকিস্তান। তবে চোটের কারণে দলে রাখা হয়নি নাসিম শাহকে। তার পরিবর্তে দীর্ঘদিন পর ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার হাসান আলী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ দল ঘোষণা করেছেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

এদিকে আরেক পেসার হারিস রউফকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সেটা কেটে গেছে। তিনি দলে আছেন।  

বিশ্বকাপ দলে রাখা হয় নাই এশিয়া কাপ দলে থাকা ফাহিম আশরাফকেও। তার যায়গায় দলে নেয়া হয়েছে লেগ স্পিনার উসামা মীর।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।

রিজার্ভ ক্রিকেটার: মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments