মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় সহায়তা দিতে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত ওআইসি’র সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান।
এছাড়া গণহত্যা কনভেনশনের আওতায় রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী মিয়ানমার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি করতে ওআইসি’র ভূমিকার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ, ওআইসি তথা সারা বিশ্বের জন্য ক্রমবর্ধমান উদ্বেগ বলে উল্লেখ করেন ড. মোমেন।
ড. মোমেন সম্প্রতি মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প এবং লিবিয়ার বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সহানুভূতি প্রকাশ করেন।
মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ উইল মারজুগের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় ওআইসির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা এবং ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।