সুনামগঞ্জ প্রতিনিধি: সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রচারপত্র বিলি করেছে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
রোববার (১৮ ফেব্রুয়ারী) দুপুর বারোটার দিকে তাহিরপুর উপজেলা সদর বাজারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করে উপজেলা বিএনপি।
এদিন প্রথমে বিক্ষোভ মিছিলটি প্রথমে উপজেলা সদর বাজারের থাকা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে মিছিলটি তাহিরপুর বাজারের মেইন রোড দিয়ে অগ্রসর হলে তাহিরপুর থানা পুলিশ তাতে বাধা দেয়। বাধার মুখে মিছিলটি পিছু হটে। পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পরিসরে পথসভা করেন নেতা-কর্মীরা।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন।