ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ১৯ তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন ভিরাট কোহলি। আইপিএল ক্যারিয়ারে এটি তার ৮ম শতক।
জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে শনিবার (৬ এপ্রিল) মাঠে নামে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নিজেদের মাঠে টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। শুরু থেকেই মারমুখি ভঙ্গিমায় আবির্ভূত হন ভিরাট। ম্যাচের ১২ তম ওভারে ফাফ ডু প্লেসির সাথে শতরানের জুটিতে পৌঁছে যান দুজন। ফাফ আউট হবার কিছুক্ষণ পর বিদায় নেন ম্যাক্সওয়েলও। একপ্রান্তে ব্যাট হাতে লড়াই চালিয়ে যেতে থাকেন কোহলি।
শেষ পর্যন্ত ৬৭ টি বল খেলে শতরানের মাইলফলকে পৌঁছান ভিরাট।
আইকে/বাংলাপেইজ