ক্রীড়া প্রতিবেদক: ভুটানের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে অনুশীলন সেরেছেন জাতীয় দলের ফুটবলাররা। দলের ম্যানেজার আমের খান বলেন, প্রথম ম্যাচের জয়ের স্পিটেই দ্বিতীয় ম্যাচে জয় চান তিনি। ডিফেন্ডার তপু বর্মনের কন্ঠেও একই সুর। জানান-সিরিজ জিতেই দেশে ফিরতে চায় তার দল।
ভুটানের মাটিতে এর আগে কখনো জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে আট বছর পর দেশটির মাটি থেকে নতুন কিছুর বার্তা দিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। ১৫টি ম্যাচের ১২টিতেই জয়। বিপরীতে দুটি ড্র, হার একটিতে। জয় সর্বশেষ পাঁচ ম্যাচেই। আন্তর্জাতিক ম্যাচে ভুটানের বিপক্ষে রেকর্ড পুরোপুরি বাংলাদেশের পক্ষে। তবু সেই ভুটানকে সমীহ করছেন বাংলাদেশের ম্যানেজার আমের খান। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন।
প্রায় দেড় সপ্তাহ ধরে ভুটানের অবস্থান করছেন জামাল-তপুরা। দেশটির পরিবেশও প্রায় মানিয়ে নিয়েছেন। অনুশীলন সেরেছেন ম্যাচের ভেন্যু চাংলিমিথাং স্টেডিয়ামে। প্রথম ম্যাচ জিতে ফুরফুরে ধাকা দলটির লক্ষ্যে এবার সিরিজ জয়- এমনটি জানালেন ডিফেন্ডার তপু বর্মন।
তিনি বলেন ‘আমাদের যে লক্ষ্য ছিল, কোচের যে দর্শন ছিল এবং আমাদের টিম ওয়ার্ক ভালো ছিল যেটা আমরা প্রয়োগ করতে পেরেছি। দেখুন, আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা সবচেয়ে বেশি উপকার পেয়েছি এখানে সাত দিন আগে আসায়। আবহাওয়ার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পেরেছি। পরিকল্পনা মোতাবেক খেলতে পেরেছি। আমাদের কালকের ম্যাচটা যদি দেখেন, আমরা কোনো তাড়াহুড়ো করিনি। আমার মনে হয়, কাল আমাদের জয়ের জন্য এটা বড় ভূমিকা রেখেছিল।’
রোববার ভুটানের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরবেন জামাল-তপুরা।
বাংলাপেইজ/এএসএম