সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
গত (১৭ই ডিসেম্বর) ইষ্ট লন্ডনের একটি হলে অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী মোহাম্মদ আবুল লেইছ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছের প্রাণবন্ত সঞ্চালনায় মৌলনা তরিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওতের মধ্যদিয়ে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন বিবিসিসিআই’র প্রতিষ্টাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবী প্রফেসার শাহগীর বখত ফারুক, চীফ এডভাইজার আহবাব মিয়া,কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন,কাউন্সিলর ফয়জুর রহমান,কামরুজজামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল আমীন,ব্যারিষটার রফিক আহমদ,আলাউদ্দিন আহমদ মুক্তা,অতিথি হিসেবে সিলেট ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলী,মজির উদ্দীন,এডভোকেট আমীর উদ্দীন,এম এ আজিজ,আবদুল মালিক কুঠি,প্রফেসার ওমর ফারুক,নজরুল ইসলাম,ইকবাল হোসেন,রেদোয়ান খান,আব্দুর রব,আবুল মনসুর রুমেল,মিজানুর রহমান হিরু,জুলহাস চৌধুরী,মৌলনা আবদুল ওয়াদুদ মুফতি,মাছুম তালুকদার,ফারুক আহমদ,জিলু আহমদ,আবদুল বাছিত শেলু.নজির উদ্দীন ,দিলবর আলী,আবুল কাসেম আলীম,আমীর হোসেন,তফজ্জুল আলী,আবুল হোসেন,মকবুল আহমদ,ছৈল মিয়া,আব্দুস সোবহান,মিলন আহমদ প্রমূখ ।
বিজয় দিবসের তাৎপর্য আলোচনা করতে গিয়ে দেশে প্রতিষ্টানিক গনতন্ত্র কায়েম করতে সকল প্রকার দূরনীতি ও সন্ত্রাস রোধে একটি স্বাধীন বিচার ব্যবস্হা প্রতিষ্টা করতঃ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক ও রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে রাজনৈতিক অপসংস্কৃতি দূরীকরনে বিশেষ ব্যবস্হা গ্রহন করে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে দেশকে সুন্দর সমৃদ্ধির পথে এগিয়ে নেবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জনে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাঘফেরাত কামনা করতঃ স্বাধীনতা যুদ্ধে পরোক্ষ ভাবে অংশগ্রহনকারী যুক্ত রাজ্যের সকল মুক্তি যুদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াত সকল প্রবাসীদের আত্মার মাঘফেরাত কামনা করা হয়।
সভার পক্ষ থেকে সিলেট ওসমানী বিমানবন্দর কে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে কার্যক্রম শুরু করা,ভাড়া বৈষম্য দূরীকরন সহ নো ভিসা ফি বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
সংগঠনের সহ-সভাপতি আব্দুর রব সাহেবের ছোট ভাইয়ের অকাল প্রয়ানে এবং যুগ্ম সম্পাদক মাহবুবুর রউফ নয়নের পিতা সুনামগঞ্জ জুবিলী হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুর রউফ সাহেবের সদ্য প্রয়ানে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের আত্মার মাঘফেরাত সহ বীর শহীদদের জন্য দোয়া পরিচালনা করেন মুফতি আবদুল ওয়াদুদ।আসন্য রমজান মাসে সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের জন্য আগামী ১৭ই মার্চ রোজ সোমবার একটি সম্ভাব্য তারিখ ঘোষনা করা হয়।ভ্যেনূ পরবর্তীতে জানানো হবে।পরিশেষে আগত সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সংগঠনেকে উত্তরোত্তর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে সভাপতি মোহাম্মদ আবুল লেইছ সভার সমাপ্তি ঘোষনা করেন।
বাংলাপেইজ/এএসএম