Tuesday, March 18, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদপদোন্নতি পেয়ে অধ্যাপক ১১ চিকিৎসক

পদোন্নতি পেয়ে অধ্যাপক ১১ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: ১১ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মূলত দেশের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১) উপ-সচিব দুর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের পোস্ট রিটায়ারমেন্ট লিভ (পিআরএল) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

অধ্যাপক হওয়া চিকিৎসকরা হলেন-
শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের কার্ডিওলজির বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবুল ফজল খবির উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন খান, কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দেবাশীষ পাল, শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, সুনামগঞ্জ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবু সাঈদ আব্দুল্লাহ।

এছাড়াও শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের এনেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. পঙ্কজ কুমার মোহন্ত, মানিকগঞ্জ মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. মাহেনাজ আফরোজ, ঢাকা ডেন্টাল কলেজের প্রসথোডন্টিক্স বিভাগের অধ্যাপক ডা. আবু নোমান মো. আব্দুল্লাহ, রাঙ্গামাটি মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবদুস সালাম, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মুরাদ চৌধুরী।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments