Tuesday, November 4, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedপাকিস্তানে ৪ দিনের সেনা অভিযানে নিহত ১০৮ সন্ত্রাসী

পাকিস্তানে ৪ দিনের সেনা অভিযানে নিহত ১০৮ সন্ত্রাসী

আর্ন্তজাতিক ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের দুই প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে অভিযান পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী ও পুলিশ। সে অভিযানে গত চার দিনে নিহত হয়েছে ১০৮ জন সন্ত্রাসী।

এই সন্ত্রাসীদের মধ্যে ৫০ জন খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলার, বাকি ৫৮ জন বেলুচিস্তানের বিভিন্ন জেলার। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের সেনাবহিনী।

খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান দুই প্রদেশেই ব্যাপকভাবে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা আছে। খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) এ তৎপরতা চালাচ্ছে।

পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতার জন্য দিন দিন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে দেশটির নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গোষ্ঠীটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সূত্র : জিও নিউজ

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments