Friday, March 24, 2023
Homeবাংলাদেশঢাকাবাগেরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩

বাগেরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩


বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন যাত্রী। রোববার ভোররাতে খুলনা-মংলা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর এলাকার হাফেজ আব্দুল্লাহ, রামপালের ঝনঝনিয়া এলাকার আব্দুল গফুর ও সাতক্ষীরার সালাহউদ্দিন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র। হাকিমপুর কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ বলেন, ছাত্ররা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন যোগ দিতে খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়।
কাটালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী হোসেন বলেন, ঘটনাস্থলেই তিন ছাত্রের মৃত্যু হয়। আহত ২ ছাত্রকে খুলনা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করার চেষ্ট করা হচ্ছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments