Monday, December 4, 2023
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশঢাকারাজধানীতে রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ৬

রাজধানীতে রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ৬

রাজধানীর কলাবাগান এলাকায় একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন।দগ্ধরা হলেন- ওয়েটার মো. ফরহাদ, মো. ফয়সাল আহমেদ, বাবুর্চির সহকারী সরোয়ার হোসেন, চা তৈরির কারিগর মো. তামিম, বাবুর্চি মো. সবুজ ওরফে ফরহাদ চৌধুরী ও নাহিদ। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলাবাগানের স্কয়ার হাসপাতাল সংলগ্নএফ এ আল বোরক রেস্তোরাঁয়এ দুর্ঘটনাটি ঘটে।জানা গেছে, সারওয়ার শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ ফয়সাল, তামিম ও ফরহাদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দগ্ধ সবুজ ও নাহিদ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দগ্ধরা জানান, সকালে রেস্তোরাঁ খুলে আমরা কাজ শুরু করি। চা তৈরির সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আতঙ্কে ভেতরে থাকা লোকজন দ্রুত বেরিয়ে গেলেও আমরা দগ্ধ হয়েছি।
কলাবাগান থানার এসআই ফিরোজ আলী জানান, সিলিন্ডারের যেকোনো একটি থেকে গ্যাস লিক হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন রেস্তোরাঁর কর্মচারীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments