Sunday, March 26, 2023
HomeUncategorizedযুক্তরাজ‍্য আওয়ামী লীগের উদ্যোগে ৭ই মার্চউদযাপিত

যুক্তরাজ‍্য আওয়ামী লীগের উদ্যোগে ৭ই মার্চ
উদযাপিত

লন্ডন অফিস:যুক্তরাজ‍্য আওয়ামী লীগের উদ্যোগে ৭ই মার্চ উদযাপিত হয়েছে।গত সোমবার রাতে পূর্ব লন্ডনের একটি সেন্টারে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিনের সভাপতিত্বে নইম উদ্দিন রিয়াজ ও আব্দুল আহাদ চৌধুরীর যৌথ পরিচালনায় টেলিফোনে বক্তব্য রাখেন যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, মাসুক ইবনে আনিস,শাহ শামীম আহমল,রবীন পাল,সারব আলী,তারিফ আহমদ।

সৈয়দ ছুরুক আলী,লুৎফুর রহমান সাহেদ,খসরুজ্জামান খসরু,আফসার খান সাদেক,সফিক আহমদ, ময়নুল হক,সৈয়দ আহসান,নিজাম উদ্দিন প্রমুখ।সভায় বক্তারা উল্লেখ ক‍রেন যে ১৯৭১সালের ৭ই মার্চ বংগবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথার মাধ্যমে বাংলাদেশের সাধীনতা ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments