লন্ডন সংবাদদাতা:: পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনের নাম ইংরেজীর পাশাপাশি বাংলায়ও প্রদর্শন করায় গর্ব অনুভব করছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার ১৪ই মার্চ নিজের অফিসিয়েল টুইটার পেইজে এক টুইট বার্তায় মমতা বলেন, ‘গর্বের সাথে লক্ষ্য করেছি যে লন্ডন টিউব রেল হোয়াইট চ্যাপেল স্টেশনের সাইনবোর্ডে ভাষা হিসাবে বাংলাকেও গ্রহন করা হয়েছে, যা হাজার বছরের পুরনো ভাষা বাংলার ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব এবং শক্তিকেই নির্দেশ করে’।