Monday, December 4, 2023
spot_imgspot_imgspot_imgspot_img
HomePhotographyকারাগারে বিয়ে করলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান

কারাগারে বিয়ে করলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান

লন্ডন অফিস:বৃটেনের কারাগারে বিয়ের পিড়িতে বসলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও হাজার হাজার গোপন নথি প্রকাশকারী জুলিয়ান অ্যাসাঞ্জ(৫০)।বুধবার(২৩ মার্চ)দক্ষিন-পূর্ব লন্ডনের বেলমার্শ কারাগারে তার দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিস(৩৮)এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।ভিডিওতে দেখা যায় ক্রিরিম কালারের পোশাক পড়ে বেশ হাস্য উজ্জল অবস্থায় কারাগারে প্রবেশ করছেন এ আইনজীবি,তার পরিহিত পোশাকটি ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ডেম ভিভিয়েন ওয়েস্টেউডের ডিজাইন করা বলে জানিয়েছে স্কাই নিউজ।তাদের বিয়েতে মাত্র চারজন অতিথি উপস্থিত ছিলেন।তাদের মধ্যে দম্পতির ছেলে গ্যাব্রিয়েল(৪),ম্যাক্স(২) ও জুলিয়ান অ্যাসাঞ্জ এর বাবা এবং ভাই।২০১৯ সালে ইকুয়েডর দূতাবাস থেকে টেনে বের করার পর থেকে তিনি বেলমার্শ কারাগারে রয়েছেন।গত বছর থাকে বিয়ের অনুমতি দেওয়া হয়।২০১৫ সালে তাদের সম্পর্ক শুরু হলেও ২০২২ সালে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ দম্পতি।

উইকিলিকসের প্রতিষ্টাতা ও উপদেষ্টা গোপনীয় মার্কিন সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশের অভিযোগে অভিযুক্ত।তবে অ্যাসাঞ্জ যে কোনো দোষ অস্বীকার করেছেন।তিনি লন্ডনের ইকুয়েডের দূতাবাসে সাত বছর আটক ছিলেন।দূতাবাসে থাকার সময় তিনি ও মরিস দুটি সন্তানের বাবা-মা হন।কারাগারে রেজিস্ট্রারের নেতৃত্বে বিয়ের অনুষ্ঠান হয়। অ্যাসাঞ্জের বাবা ও তাদের পূর্ব পুরুষরা ছিলেন স্কটল্যান্ডের নাগরিক।এ জন্য বিয়েতে স্টেলা মরিস এর মতো স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক(কিল্ট)পড়েন অ্যাসাঞ্জ। এর আগে গত বছরের নভেম্বরের শুরুতে জুলিয়ান অ্যাসাঞ্জ কারা কর্তৃপক্ষের কাছে স্টেলা মরিসকে বিয়ে করার জন্য অনুমতি চান।সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জকে কারাগারে বিয়ে করার অনুমতি দেন কারা কর্তৃপক্ষ।বিয়েতে অতিথি ছাড়াও দুইজন সরকারী স্বাক্ষী এবং দুইজন গার্ড উপস্থিত ছিলেন।বিয়ে শেষে স্টেলা মরিস বাহির হয়ে আসলে অ্যাসাঞ্জ এর সমর্থকরা থাকে অভিনন্দন জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments